মোঃ হামজা শেখ, রাজবাড়ী:
হাতে লুঙ্গি, কাধে ঝোলানো লুঙ্গির ব্যাগ, গলায় প্লেকার্ড ঝোলানো তাতে লেখা “ গ্রামীণ জনপদে তাঁতশিল্প ধ্বংসের পথে। গ্রামীণ চেকের আমল ছিল বাংলাদেশের তাঁত শিল্পের স্বর্ণযুগ। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সেই আমল ফেরতের দাবী জানাই। এভাইবেই রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লুঙ্গি বিক্রি করছেন মোঃ আদিলুজ্জামান। তিনি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্ধা। বর্তমানে প্রায় ১৮ বছর ধরে রাজবাড়ী পুলিশ লাইন এলাকায় বসবাস করছেন।
মোঃ আদিলুজ্জামান বলেন, গ্রামীণ চেকের যুগ ছিল তাঁত শিল্পের জন্য স্বর্ণ যুগ। আমারও এক সময় তাঁত ছিল। কিন্তু লোকসানের কারণে সব হারিয়েছি। আজ বাংলাদেশ থেকে তাঁত শিল্প হারিয়ে যেতে বসেছে। রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে এখনো তাঁত শিল্প রয়েছে। কিন্তু পুঁজির অভাবে ও সরকারী ভাবে উদ্দ্যোগ না নেওয়ার ফলে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ কারণে দেশের তাঁত শিল্পকে রক্ষায় তার এ দাবী।
তিনি বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি সহ নানা উদ্দ্যোগ নিবেন।