মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাকৃতিক দুর্যোগ প্রবল বাতাসের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডু্বিতে রহিমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধ মহিলার নাতিবউ শারীরিক প্রতিবন্ধি মল্লিকা বেগম (৪৫) নিখোঁজ রয়েছেন।
আজ ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে ভুরাখালী গ্রামের স্থানীয়রা বেরীবান্দের পাশে ভাসমান অবস্থায় মল্লিকা বেগমের লাশ দেখতে পান। সাথে সাথে কালধর গ্রামে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মল্লিকা বেগমের আত্মীয় স্বজন এসে তার নিয়ে যান।
উল্লেখ্য বিগত ১৩ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার নলুয়ার হাওরে হামহামির বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী এবং নিখোঁজ মল্লিকা বেগম তাদের নাতিবউ।
বিষয়টি নিশ্চিত করে জগদল ইউনিয়ন পরিষদের সদস্য রুমন মিয়া চৌধুরী বলেন, একই পরিবারের ৬ জন ডিঙি নৌকাযোগে জগন্নাথপুর থেকে দিরাই আসার পথে নলুয়ার হাওরে প্রবল বাতাস আর উত্তাল ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার মাঝিসহ ৫ জন সাঁতার কেটে পাড়ে উঠেন। বাকি দুই জন পানিতে ডুবে যান।
নৌকা ডুবার খবর পেয়ে পার্শ্ববর্তী ভুরাখালী গ্রাম থেকে আরেকটি ইঞ্জিন নৌকা দিয়ে স্থানীয়রা এসে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার করে। এর মধ্যে রহিমা বেগম নামের এক বৃদ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার করেন। আরেকজন নিখোজ রয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ওই বৃদ্ধার স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, নিখোঁজ ওই প্রতিবন্ধি নারীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।