রায়গঞ্জ প্রতিনিধি শামীম উদ্দিন খান :
সিরাজগঞ্জের রায়গঞ্জে করতোয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলার চান্দাইকোনা ইউপির সারুটিয়া নিঝুড়ি গ্রামে ২০০২ সালে গড়ে ওঠে এই করতোয়া উচ্চ বিদ্যালয়।
রবিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের উপস্থিতিতে স্কুলের চারপাশে বিভিন্ন প্রকার ফলজ বনজ ঔষুধী ও ফুল গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচি পালনে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করা হলে ৬ষ্ঠ শ্রেণির হতে ১০ম শ্রেনীরt ছাত্র ছাত্রীরা কৃঞ্চচুড়া, বকুল, আম,জাম,কাঠাল নিম সহ বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক উপস্থিতি সকল ছাত্র ছাত্রীদেরকে দেশের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় প্রত্যেককে গাছ লাগানোর পরামর্শ প্রদান করেন।