ষ্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আট শতক পৈত্রিক ফসলি জমি লাঠির জোরে দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে চান্দাইকোনা ইউনিয়নের কোদলা গ্রামে। অভিযোগ টি উঠেছে কোদলা গ্রামের বাসিন্দা মৃত মুসলিম উদ্দিনের ভূমিদস্যু ছেলে ভাঙারি শ্যালো মেশিন বিক্রেতা লুৎফর রহমান ৪৬ রেজাউলের ছেলে শাহিন ২৮ ও স্ত্রী রুনা খাতুন ২৪ রিয়া খাতুন ২০ গংদের বিরুদ্ধে। ৮ শতক ধানি জমি লাঠির জোরে দখলের চেষ্টা করে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত জুলাই মাসে দুলাল হোসেন শিরিনা ও সাজেদা পৈত্রিক ওয়ারিশকৃত ৮ শতক জায়গা নিয়ে গ্রাম্য পর্যায়ে বিজ্ঞ সালিসিয়ান এ্যাডভোকেট ও এলাকার গণ্য মান্যদের উপস্থিতিতে একটি সালিশের আয়োজন করা হয়। এতে প্রথম পক্ষ মোঃ দুলাল শেখ ওয়ারিশ সাজেদা ও শিরিনা ফসলি ৮ শতক জায়গা যার খতিয়ান নং ৬৩২ দাগ নং ১৯২ এর রের্কট ও অংশ সূত্রে দাবি করে।
সালিশে প্রতিপক্ষ ভূমিদস্যু লুৎফর রহমান ১৫ শতক ভূমির দলিল দেখাতে পারে নাই। এক পর্যায় ভূমিদস্যু লুৎফর গংরা সালিস অমান্য করে চলে যায়। পরে পূর্ব পরিকল্পিত ভাবে লুৎফর শাহিদা রুনা আফসার শাহীন নজরুল বাহিনী জমি দখলের চেষ্টা চালায়। পরে প্রথম পক্ষ দুলাল হোসেন শিরিনা ও সাজেদার বাধার মুখে ৮ শতক ভূমি দখল নিতে ব্যর্থ হয় ভূমিদুস্য লুৎফর বাহিনী। এরপর থেকে অসহায় সাজেদা শিরিনা ও দুলাল কে বিভিন্ন সময় প্রাণ নাশের হুমকি নানামুখী ভয়ভীতি ও খারাপ ভাষায় গালি দিচ্ছে। এমতাবস্থায় জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছে দুলালের পরিবার সহ সাজেদা শিরিনা।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ হায়দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমি অবগত নই। এ ব্যাপারে ওই এলাকার মাতব্বর শহিদুল কে ফোন করলে তিনি জানান সঠিক কাগজ যার জমি তার তবে আমি চাই দুইটি পক্ষদয় যেন সহিংসতা না করে এবং শান্তি স্থাপন হয়। উল্লেখ্য ভূমিদস্যু লুৎফর জমি দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ প্রতিবেদক কে এমনটায় জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।