মোঃ হোসেন আলী ছোট্ট :
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসকের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক স্মারকলিপি প্রদান করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য দূরীকরণ ও জাতীয়করণে একদফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের ( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মাসুদ আলম সভাপতিত্বে মানববন্ধনে এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, জেলা শিক্ষা অফিস বিদ্যালয় পরিদর্শক রবিউল হাসান, সহকারী পরিদর্শক মাকসুদা খাতুন, খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ শহিদুল ইসলাম, সালুয়াভিটা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মালেক, বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল হাসেম খান, বাংলাদেশ শিক্ষক সমিতি ( বাশিস) এর সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, শ্যামপুর আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মো. আব্দুল লতিফ সেখ, দারুল ইসলাম একাডেমি সহকারী প্রধান শিক্ষক এস. এম রেজাউল ইসলাম, ঘোড়াচড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোনায়েম হোসেন, খাগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, দেরাজ উদ্দিন করিমন নেছা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহিন রেজা, সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামীম আরা, মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম প্রমুখ।
উক্ত মানববন্ধন শেষে জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর হাতে স্মারকলিপি প্রদান করা হয় । স্মারকলিপি প্রদানকালে শিক্ষক -শিক্ষিকা সহ-সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা এসময়ে উপস্থিত ছিলেন।