মানিকগঞ্জ জেলা প্রতিনিধি। বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন।
বুধবার ২৫শে সেপ্টেম্বর ২০২৪ইং সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার বারাহিরচর গ্রামে রাফসা নামের ৯ বছরের এক শিশু কন্যা নদীতে ডুবে মারা যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন তার বাবা মহিদুর রহমান। ঘটনা সূত্র জানা যায় ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শিখাতে গিয়ে তার মেয়ে রাফসা পানিতে ডুবে যায়।
নিখোজ বাবা ও মেয়েকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ডুবুরি দলে লিডার দেওয়ান মোঃ জাহিদুর রহমান বলেন শিশুর বাবা মহিদুর রহমান পেশায় একজন ব্যবসায়ী। তার ৯ বছরের শিশু কন্যাকে প্লাস্টিকের বোতলের সাহায্যের সাঁতার শিখানোর সময় পানিতে ডুবে যায়। বাবা মহিদুর মেয়েকে উদ্ধার করতে গেলে সেও পানিতে ডুবে মারা যায়।
খবর পেয়ে সকাল প্রায় ১০ টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ চালাচ্ছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।