মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রতনকান্দিতে গোয়াল ঘর থেকে দুই কৃষকের ৮ টি গরু চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এলাকার কৃষকদে মধ্যে আতংক ছড়িয়ে পড়ছে।
শনিবার( ২৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা ও বাহুকা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকরা হলেন,চিলগাছা গ্রামের মৃত হজরত আলী প্রাং এর ছেলে আব্দুস সাত্তার ও বাহুকা গ্রামের মৃত আলতাফ হোসেন ( তারু) এর ছেলে মোঃ খোকন আলী।
তারা জানান, আব্দুস সাত্তার এর চার টি এবং খোকন এর চার টি গরু চুরি হয়েছে।
কৃষক আব্দুস সাত্তার বলেন, ‘ভোরের দিকে গোয়ালঘরে গিয়ে দেখি আমার আমার গোয়াল ঘরের সিকোল কাটা ভিতরে গিয়ে দেখ ৪ টি গরু চুরি করে নিয়ে গেছে। এ গরুগুলোই ছিল আমার সব কিছু। আমি এই গরু লালন পালন করে ছেলে মেয়ের লেখা পড়ার খরচ ও আমরা চলতাম এক রাতেই আমার সব শেষ হয়ে গেল।
আরেক কৃষক খোকন আলী বলেন, ‘আমার গোয়ালে চারটি গরু ছিল। ভোরের দিকে গরু বাহির করতে গিয়ে দেখি গোয়াল ঘরের সিকোল কেটে গরু নিয়ে গেছে। আমি একজন গরীব মানুষ আমার এই চারটি গরুই ছিল শেষ সম্বল তাও শেষ করে দিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আমি এখনো অবগত নই তবে অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।