মোঃ হামজা শেখ , রাজবাড়ী:
রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুব সংঘের আয়োজনে মরহুম হাজী আরশাদ আলী সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে জেলার বাণীবহ ইউনিয়নের আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম হাজী আরশাদ আলী সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফডারেশন কর্তৃক অনুমদিত রেফারী মোঃ নুরুল ইসলাম, আবু বক্কার সিদ্দিক ও মোঃ মুনছুর আলী।
উক্ত খেলার আয়োজন করেন বাণীবহ আটদাপুনিয়ার স্থানীয় যুব সংঘ।উক্ত খেলা উদ্বোধন করেন বাণীবহ বাজার পরিচালনা পরিষদের সভাপতি ক্রীড়াব্যক্তিত্ব মোঃ মোরশেদ আলম।
এ সময় খেলা উদযাপন কমিটির সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ বিশ্বাস, বিশেষ অতিথি যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, এ্যাডঃ নেকবার হোসেন মনি, কৃষকদলের আহ্বায়ক আয়ুবুর রহমান, আমিন মোল্লা, আজিজুল গাজী প্রমূখ।
ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে তারা হল পাবনার সাগরকান্দি ফুটবল একাদশ ও রাজবাড়ীর মিজানপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
খেলায় সভাপতি জনাব বাবুল সরদারের সাথে একাত্বতা ঘোষনা করে সার্বিক সহযোগিতা ও আয়োজন করেন, মোঃ সাঈদ সরদার, মোঃ ইউসুফ মোল্লা,আমজাদ মোল্লা, আল আমিন, মোঃ আলহাজ্ব ও সবুজ মন্ডলসহ স্থাণীয় যুব সমাজ।
আয়োজক কমিটির সভাপতি মোঃবাবুল সরদার বলেন, দীর্ঘদিন এলাকায় তেমন কোনো খেলাধুলা হয় না। যার কারণে যুবসমাজ মাদকের মত ধ্বংসাত্মক নেশার দিকে ধাবিত হচ্ছে। যুব সমাজকে এই ধ্বংসের পথ থেকে রক্ষা করতে এলাকার যুব সমাজকে সাথে নিয়ে মাদকমুক্ত এই ফুটবল খেলার আয়োজন করেছি। খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করে এরা হলেন, পাবনা সাগরকান্দি ফুটবল একাদশ, বালিয়াকান্দির একরজনা ফুটবল একাদশ, রাজবাড়ী সদরের মূলঘর ফুটবল একাদশ, বালিয়াকান্দির তেতুলিয়া ফুটবল একাদশ, সদরের মিজানপুর ফুটবলে একাদশ, বালিয়াকান্দির বহরপুর ফুটবল একাদশ ও স্বাগতিক আটদাপুনিয়া ফুটবল একাদশ।
প্রাথমিক ধাপ পাড় করে চারটি দল সেমি ফাইনালে উর্তৃন্ন হয়। এর থেকে দুইটি দলকে পরাজিত করে পাবনার সাগরকান্দি ও রাজবাড়ীর মিজানপুর ইউনিয়ন ফুটবল একাদশ ফাইনালে অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় সাগরকান্দি ফুটবল একাদশ রাজবাড়ীর মিজানপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।