মানিকগঞ্জ জেলা প্রতিনিধি। বীরমুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন:
আজ ১লা নভেম্বর ২০২৪ইং সকাল ১০টায় নবীন প্রবীনদের সমন্বয়ে মানিকগঞ্জ প্রবীণ হিতষীর সংঘের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে রেলির আয়োজন করা হয়। রেলি শেষে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ প্রবীন হিতষী সংঘ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১টায় আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের মান্যবর সুযোগ্য জেলা প্রশাসক জনাব ড.মানোয়ার হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন প্রবীণ হিতষী সংঘের মানিকগঞ্জ জেলার সভাপতি যুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার মফিজুল ইসলাম খান কামাল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন : অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তরিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আলী।
নির্বাহী পরিচালক জনাব ফরিদ খান জেলা এনজিও ফেডারেশন মানিকগঞ্জ।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস।
জনাব ইমতাজ উদ্দিন সাবেক অধ্যক্ষ মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ।
এডভোকেট জহরুল আলম সিনিয়র সহ-সভাপতি প্রবীণ হিতষী সংঘে মানিকগঞ্জ।
জনাব মোঃ আব্দুল বাতেন উপপরিচালক সমাজসেবা মানিকগঞ্জ।
সাবেক অধ্যক্ষ জনাব প্রমিলা রানী রায় সহ জেলা প্রশাসকের কর্মকর্তা বৃন্দ বীরমুক্তিযোদ্ধা বৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন মোহাম্মদ হাফিজ মানিকগঞ্জ জেলা প্রবীণ হিতষী সংঘের সাংগঠনিক সম্পাদক।
আলোচনা সভায় সকল বক্তাই বলেন প্রবীণ এবং নবীন সবাইকে নিয়েই আমাদের এই সুন্দর সমাজ।
নবীনদের উদ্দেশ্য বলেন আমরা যেন প্রবীণদেরকে সম্মানের সহিত শ্রদ্ধার চোখে দেখি। কারণ এক সময় নবীনরা ও প্রবীণ হয়ে যাবে।