সটাফ রিপোর্টার, মো: আশরাফুল ইসলাম :
চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী জরায়ু ক্যান্সার (এইচপিভি) টিকা কর্মসূচির উদ্বোধন করা হয়।
মঙ্গলবার ২৯ অক্টোবর সকাল দশটায় স্কুলের প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম টিকাদান কর্মসূচির সহায়তা করেন।
স্কুলের প্রধান শিক্ষক জানায়, পঞ্চম থেকে নবম শ্রেণি সকল ছাত্রীকে এই টিকা দেওয়া হবে।
এ বিষয়ে আরো বলেন, আমাদের দেশে প্রতি বছর অনেক মেয়েই জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়। তার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বের মতো আমাদের দেশেও জরায়ু ক্যান্সার প্রতিরোধক টিকা গ্রহণের জন্য অভিভাবক এবং স্কুলের মেয়েদের বিশেষভাবে বলা হচ্ছে।
জরায়ু ক্যান্সার ভাইরাসজনিত প্রাণঘাতী প্রতিরোধযোগ্য সংক্রমক রোগ, কিশোর বয়সে এইচপিভি টিকা নিলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।