শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
আবু বকর সিদ্দিক (ফিরোজ) উনি ১৯৮৬ সালে সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উনার বাবা মো: সোলাইমান একজন শিক্ষক এবং সুনামধন্য সামাজিক ব্যক্তিত্ব। আবু বকর সিদ্দিক(ফিরোজ) স্থানীয় মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করে পরে ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেন। ছাত্রজীবন থেকেই মানুষের সাথে সুসম্পর্ক এবং কল্যাণমূলক কাজকর্মের সাথে আছেন। তিনি বর্তমানে ঢাকায় রিয়েল এস্টেট এবং হাউজিং ব্যবসা করছেন। সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের প্রতি ভালোবাসা থেকে রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা এলাকায় অবহেলিত রাস্তাঘাট মেরামত, গরিব দুঃখী, অসহায়, বৃদ্ধ, ছাত্র-ছাত্রীদের পড়ালেখা, বেকারদের চাকুরী ও ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের কার্যক্রমেও অগ্রণী ভূমিকা দেখা যায় আবু বকর সিদ্দিক (ফিরোজ) কে। দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতিতে সিদ্দিক ফিরোজ ফাউন্ডেশন, জুলাই ২০২৪.ছাত্র আন্দোলন সমন্বয়কদের গণত্রাণ কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যা পৌঁছে যায় কুমিল্লা ও ফেনীতে বন্যা দুর্গতদের জন্য। আবু বকর সিদ্দিক (ফিরোজ)সুবিধা বঞ্চিত মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও স্থায়ী কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন। মানবিক মূল্যবোধ এবং সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে অসচ্ছল বা সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মহান আল্লাহ তায়ালা যতোদিন বাঁচিয়ে রাখবেন, ততোদিন মানবিক কাজ করে যেতে চান তিনি।