১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:০৬ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

পীরগঞ্জে উপদেষ্টা নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
joysagortv
নভেম্বর ১৫, ২০২৪ ১:১৯ পূর্বাহ্ণ

তারিকুল ইসলাম তারিক, স্টাফ রিপোর্টার:
উত্তরাঞ্চল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগের দাবিতে পীরগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শহীদ আবু সাঈদের পরিবার ও  ছাত্র-জনতা। ১৪ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ প্রদর্শন করেন। উত্তরবঙ্গ তথা পীরগঞ্জ থেকে দুইজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান। এবং তারা আরো বলেন দাবি আদায় না হলে ঢাকার সঙ্গে উত্তরের ১৬ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করতে রেলপথ ও সড়ক অবরোধসহ রংপুর বিভাগ অচল করার মতো কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়। আন্দোলনকারীরা এ সময় বলেন শহীদ আবু সাঈদের জন্মভূমি পীরগঞ্জ থেকে দুজন উপদেষ্টা নিয়োগ দেওয়ার দাবি তোলেন এবং তারা হলেন পীরগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউর রহমান এবং শহীদ আবু সাঈদের ভাই মোহাম্মদ রুহুল আমিন । এ সময় তারা আরো বেশ কিছু দাবি তুলে ধরেন দাবিগুলো হলো—সুষম উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুজন করে চারজন উপদেষ্টা নিয়োগ করতে হবে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না; সেই সঙ্গে প্রত্যেক উপদেষ্টাকে কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসমক্ষে প্রকাশ করতে হবে, নীতি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের পরামর্শ নিতে হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আবু সাঈদের বড় ভাই রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুম বিল্লাহ, কারমাইকেল কলেজের ছাত্র মেহেদী হাসান, রাকিব মিয়া, রংপুর সরকারি কলেজের ছাত্র রাজেদুল, নুর আলম,পারভেজ, মুজাহিদ, সিয়াম, নাহিদ প্রমুখ।
আবু সাঈদের বড় ভাই  রুহুল আমিন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ১৩ জন চট্টগ্রাম বিভাগের হলেও উত্তরাঞ্চলের ১৬ জেলা থেকে একজনকেও নেওয়া হয়নি। এটা রংপুর ও রাজশাহী বিভাগের সঙ্গে বৈষম্য হচ্ছে। অন্তর্বর্তী সরকার এভাবে চললে আঞ্চলিক বৈষম্য আরও বাড়বে। তাই আমরা চাই অতি দ্রুত রংপুরসহ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নেওয়া হোক। এবং তিনি আরো বলেন আমার ছোট ভাই আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে বৈষম্য হতে দেওয়া হবে না।
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। মুহূর্তেই শিক্ষার্থীদের আন্দোলন গণ-আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেষে বিশাল বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় ।
সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে (আইপি) টেলিভিশনের কর্মরত সাংবাদিকদের সমন্বয় সভা

রায়গঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

ট্রেন চালুর দাবীতে সিরাজগঞ্জে মানব বন্ধন স্মারকলিপি প্রদান

ডোমারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কালাইয়ে শহীদ রিতা’র পরিবারে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

শাহজাদপুরে ছয় দিনব্যাপী কৃষি মেলার উদ্ধোধন

বগুড়ায় মূক বধির সংঘের কার্যনির্বাহী কমিটি গঠন

বদলগাছীতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

তাড়াশে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান লাবুকে সংর্বধনা

নড়াইলে ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের মানববন্ধন