রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্মাণাধীন ফোরলেন রাস্তার বিভিন্ন পয়েন্টে ধুলোর কুন্দুলী।ধুলো নিয়ন্ত্রণে পানির ব্যবস্থা না থাকায় চলাচলরত যানবাহন ও পথচারীরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছে।
জানা যায়, হাটি কুমরুল গোল চত্বর হতে রংপুর পর্যন্ত মহাসড়কটি ফোরলেনর নির্মাণ কাজ চলমান রয়েছে।সিডুইল অনুযায়ী রাস্তা নির্মাণ কাজ চলমান অবস্থায় ধুলো নিয়ন্ত্রণের জন্য লাখ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।কিন্তু নির্মাণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ঠিকাদার সিডুইল অনুযায়ী কাজ করছেন না।এর ফলে বিশ্বরোডে চলাচলরত যানবাহন ও পথচারীরা ধুলোর কুন্দুলীতে প্রতিদিন নানামুখী দুর্ভোগের শিকার হচ্ছে।
অন্যদিকে বিশ্ব রোডের বিভিন্ন পয়েন্টে মাঝে মধ্যে ধুলোর চাদরে ঢাকা পড়ায় সড়ক দুর্ঘটনা অনেক অংশে বেড়ে চলছে। এ বিষয়ে ফোরলেনের দায়িত্বরত প্রকৌশলী মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন খুব শীঘ্রই ধুলো নিরশনে পানির ব্যবস্থা করা হবে।