ধামইরহাট উপজেলা ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁ ধামইরহাটে মাঠজুডে হেমন্তের হাওয়া দোল খাচ্ছে কাঁচা- পাকা সোনালী আমন ধানের শীষ। বাতাসে দুলছে সোনা রাংগা পাকা ধান।নতুন ধানের মিষ্টি ঘ্রানে এখন ম- ম করছে মাঠ কে মাঠ। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন আশা করছে কৃষকেরা ।এখন ঘরে আনতে শুরু করছে নতুন ধান। ধামইরহাট উপজেলায় কম বেশী আমন ধানের আবদ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস তথ্য মতে জানা যায় উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১টি পৌর সভা মোট রোপা আমনের লক্ষ মাত্রা ২১০০০ হাজার হেক্টর।্তবে অর্জিত হয়েছে ২১০০১০ হেক্টর। এখন পর্যন্ত ৬০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। আগামী ১৫- ২০ দিনের মধ্যে ধান কাটা শেষ হবে।
আমন ধানের আবাদের জন্য তেমন সার ও কীটনাশকের তেমন খরচ হয় না। তারপরও কিছু – কিছু এলাকায় মাজরা পোকার আক্রমণে ধানের অনেক ক্ষতি সাধন করেছে। চলতি বছরে ধানের দাম বেশি থাকায় কৃষকেরা লাভের আশা দেখছে।