আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর-২০২৪খ্রিঃ) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে, উক্ত সমাবেশে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হন, পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আ. জা. মু. আহসান শহীদ সরকার, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) কৃষিবিদ ওসমান আলী শেখ, জেলা পাট উন্নয়ন অফিসার মোঃ নাজমুল হক, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার সাদাত, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিয়াউর রহমান, পাট অধিদপ্তর সিরাজগঞ্জের মূখ্য পরিদর্শক তারানা আফরোজ সজনী প্রমুখ।
অনুষ্ঠানে পরিচালনা করেন, সদর উপজেলা পাট উন্নয়ন অফিসার মোঃ মাইদুল ইসলাম লুলু। এসময়ে জেলার প্রকল্পভুক্ত সদর, কাজিপুর, রায়গঞ্জ, বেলকুচি, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার শতাধিক সুবিধাভোগী পাট চাষীরা এ পাটচাষী সমাবেশে উপস্থিত ছিলেন।