শামীম তালুকদার, নেত্রকোণা:
নেত্রকোণার মদন উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেকারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সংবাদ সম্মেলন ও স্মারক লিপি প্রদান করেছে উপজেলা বিএনপি ‘র নেতৃবৃন্দ।
২ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা সদরে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলে তাকে অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল করে। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মদন প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি মো: কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমূখ। সংবাদ সম্মেলনে স্মারক লিপি পাঠ করেনউপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।
স্মারজ লিপিতে ভারপ্রাপ্ত ইউএনও রেজোয়ান ইফতেকারের সেবা প্রার্থীদের সাথে অসদাচারণ, ডিলার নিয়োগে অনিয়ম, জল মহাল নিয়ে দুর্নীতিসহ নানান অভিযোগ উল্লেখ করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।