২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৩৫ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে দরিদ্র ৬পরিবার নিঃশ্ব

প্রতিবেদক
joysagortv
ডিসেম্বর ১৪, ২০২৪ ৮:০৮ পূর্বাহ্ণ

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনায় ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এদিকে, ফায়ার সার্ভিসের দায়িত্ব অবহেলার কারণে এ ক্ষতি হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যারাতে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গোলাপাড়া পুঞ্জি গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে সাইফুল নামের এক যুবক আহত হয়েছে। তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, পুঞ্জি গ্রামের আঙ্গুর মিয়ার বসত বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষনিক আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী
আরশ আলী, বাছিদ মিয়া ও রামিম মিয়াসহ ৬টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে দুই ঘন্টাব্যাপি গ্রামের লোকজন প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই ৬টি ঘরে থাকা নগদ অর্থসহ সকল আসবাপত্র পুড়ে যায়। এতে ক্ষতি হয়েছে প্রায় ২০ লক্ষাধিক টাকা।
ক্ষতিগ্রস্ত আরশ আলী বলেন, ঘরে নগদ তিন লাখ টাকা ছিল। কিছুই বের করতে পারিনি। সবাই শুধু নিজের প্রাণ নিয়ে বের হয়েছিলাম। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
আরেক ক্ষতিগ্রস্ত বাছিদ মিয়া বলেন, প্রায় ১০০ মণ ধান ছিল। সব পুড়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার সাথে সাথে জগন্নাথপুর ফায়ার সার্ভিসকে জানানো হলে; তাঁদের গাড়িও আসেনি কর্মীরাও আসেনি। তবে ফায়ার সার্ভিসের দাবি হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তাঁরা ঘটনাস্থলে যেতে পারেন নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য লিলু মিয়া বলেন, ৬ টি ঘরের কোন কিছুই বাকি নেই। সব পুড়ে গেছে। কারো ঘরে অনেক টাকা পয়সা, সোনাদানাও ছিল। কেউই কিছু বের করতে পারেনি। আগুনে ৪টি গবাদিপশুর অবস্থাও খুব খারাপ হয়ে গেছে।
স্থানীয় যুবক জুবায়ের আহমদ বলেন, ঘটনার সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছিল। কিন্তু তাঁরা আসেনি। যদি ফায়ার সার্ভিস আসত, তাহলে এতো ক্ষতি হতো না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, আগুনে নি:স্ব করে দিয়েছে দরিদ্র ছয় কৃষক পরিবারকে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত সহায়তা আমরা লিখিলভাবে রিপোর্ট করেছি। অসহায় পরিবারের লোকজনকে সহায়তায় সমাজের বিত্তশালীদেক এগিয়ে আসার আহবান জানান তিনি।
জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মুর্শেদ আলম মুঠোফোনে বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমারা ঘটনাস্থলে যাওয়ার জন্য গাড়িতে উঠার পর হঠাৎ করে গাড়িটি নষ্ট হয়ে যায়। পরে পার্শ্ববর্তী উপজেলা শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি আনানো হয়। কিন্তু ততক্ষণে গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন।
অগ্নিকা-ের খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে, দায়িত্ব অবহেলার অভিযোগে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের বিরুদ্ধে আজ শুক্রবার বিকেলে চিলাউড়া গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

৩৯ হাজার টাকায় নতুন আইডিয়াপ্যাড

মহানবীকে কটুক্তির প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গনজমায়েত

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৪ বছরের গৃহকর্মী অন্তসত্বা থানায় মামলা

পানি উঠছে না রায়গঞ্জের অধিকাংশ টিউবওয়েলে

জগন্নাথপুরে শুরু হয়েছে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকাদান ক্যাম্পেইন

জয়পুরহাটে জামায়াতের সদস্য সম্মেলনে রফিকুল ইসলাম খাঁন : ইসলামের সুমহান আদর্শের দাওয়াত সকলের মাঝে পৌছিয়ে দিতে হবে

সিরাজগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা, তিনটি মামলা দায়ের, আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

ধুনটে সড়ক দূর্ঘটনায় জুলফিকার আলীর মৃত্যু 

প্রেসক্লাব কালাই এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত