মোঃ হামজা শেখ, রাজবাড়ী :
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজবাড়ীর পাংশায় শহিদ বীরমুক্তিযোদ্ধা আরশেদ আলীর কবর জিয়ারত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে হাবাসপুর ইউনিয়নে এ সভার আয়োজন করা হয়। আরশেদ আলীর কবর জিয়ারত শেষে শুরু হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দারদার সভাপতিত্ব উপস্থিত ছিলেন,পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার,সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন,পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন,হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান লতিফ খান,মুক্তিযোদ্ধা সৈয়দ নূরেই আলম ইমরোজ সহ শহীদ বীরমুক্তিযোদ্ধা আরশেদ আলীর পরিবারের সদস্য সহ অন্যান্যরা। এসময় মুক্তিযুদ্ধে আরশেদ আলীর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়।