স্টাফ রিপোর্টার:
শনিবার সিরাজগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ হানাদার মুক্ত দিবসে জেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠন নানান কর্মসূচী পালন করেছে।
সকাল ১০টার সময় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন,জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলম,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,মুক্তি যুদ্ধকালীন পলাশডাঙ্গা যুব শিবিরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার সহ আরো অনেকে। ৭১ এ বিজয়ের চুড়ান্তক্ষণে শাহাদাৎবরণকারী বুদ্ধিজীবীদের অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্যরা বলেন,জাতিকে মেধা মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে চুড়ান্ত বিজয়ের ঊষালগ্নে এ দিনে হানাদার বাহিনী ও তাদের দোসররা দেশের বুদ্ধিজীবী বিশেষ করে যাঁরা বাংলাদেশের অভ্যুদয়ে অবদান রাখছিলেন তাঁদের বেছে বেছে রাতের অন্ধকারে চোখে কালো কাপড় লাগিয়ে,হাত পা বেঁধে নির্মমভাবে হত্যা করে বধ্যভুমিতে ফেলে দেয় এবং অনেককে চিরতরে নিখোঁজ করে দেয়। দখলদার পাক হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা নতুন স্বাধীন দেশের উন্নয়ন অগ্রগতি স্তব্ধ করে দিতে এবং দেশ যেন নিজ পায়ে দাঁড়াতে পারবে না সেই হীন চক্রান্তেই বুদ্ধিবৃত্তিক কর্মকান্ডের সাথে জড়িত জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।
অন্যদিকে ভোরে সূর্য উদয়ের সাথে সাথেই সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয় এবং কালো পতাকা উত্তোলন করা। এ সময় গণমাধ্যম কর্মীরা কালোব্যাজ ধারণ করে। পরে ইবি রোডস্থ সিরাজগঞ্জের প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী,দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, সাবেক অর্থ সম্পাদক আয়ুব আলী, সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সোহাগ হোসেন জয়, প্রেসক্লাবের সদস্য আজমীরহোসেন, রুবেল, ফেরদৌস, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম জয়, দিল সহ প্রমুখ।
এদিকে বেলা এগারোটার সময় ইবি রোডস্থ দলীয় অফিসের সামনে জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে দরগা রোডে জেলা জামায়াতে ইসলামীর অফিসে দিবসটি উপলক্ষে শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এছাড়া রাতে দলীয় অফিসে জেলা বিএনপি ও প্রেসক্লাব ভবনের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।