রাজবাড়ী প্রতিনিধিঃ
থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো নিষেধ বলে জানিয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা। তিনি বলেন,থার্টি-ফার্স্ট নাইটে আমরা ফানুস উড়াতে নিষেধ করেছি। আতশবাজি ফোটানোও নিষেধ করেছি। এবারের ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে থার্টি ফার্স্ট নাইটে কোনো উন্মুক্ত স্থান বা বাড়ির ছাদে গান-বাজনা ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়াও যেকোনো ধরনের ডিজেপার্টি নিষিদ্ধ থাকবে। সোমবার পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,নিষেধাজ্ঞার আওতায় থার্টি ফার্স্ট নাইটের অংশ হিসেবে কোনো উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত অনুষ্ঠান,
আতশবাজি,গান-বাজনা বা অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। একইভাবে ইনডোরে কোনো আয়োজন করলে আমাদের অনুমতি নিতে হবে। এই নিষেধাজ্ঞা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অমান্য করলে তাদের আইনের আওতায় আনা হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল,পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন,মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ,পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ,উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ার?ম্যান ও বিভিন্ন সরকারী-বে-সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন।