তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ তাড়াশের মাধাইনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেনের বিরুদ্ধে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এবিষয়ে রবিবার (৩০ জুন) সকালে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মালিশন গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য মোক্তার হোসেন উপজেলার মালশিন গ্রামের মেয়েদের বিভিন্ন সময় উত্ত্যক্ত ও খারাপ প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে গ্রামের স্থানীয় লোকজন অনেক বার শালিশী বৈঠক হয়েছে। তারপরও একই গ্রামের এক গৃহবধূকে বিভিন্ন সময়
বিভিন্ন জায়গায় দেখেই কু-প্রস্তাব দেন।কিন্তু এই কুপ্রস্তাব মেনে না নিলে বলে যেখানে সেখানে খারাপ আচরণ করবে বলে হুমকি দেয় ইউপি সদস্য মোক্তার হোসেন। এমতাবস্থায় গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই ওই ঘরের পূর্ব পার্শ্বের জানালা দিয়ে উকি-ঝুঁকি মারতে থাকে। তখন গৃহবধূর স্বামী বুঝতে পেরে ঘর থেকে বের হয়ে স্থানীয় লোকজনকে ডেকে নিয়ে হাতে-নাতে মেম্বারকে ধরে রাখে এবং ঘটনাটির সত্যতা যাচাই করে।
তবে এবিষয়ে ইউপি সদস্য মোক্তার হোসেনের কাছ থেকে জানতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।