১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৩৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার অভ্যন্তরীণ কাঠামো ও আলোচনা সভা

প্রতিবেদক
joysagor
অক্টোবর ২৫, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ।

বাংলাদেশ গভমেন্ট রেজিস্ট্রেশনকৃত ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আভ্যন্তরীণ কাঠামো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪শে অক্টোবর ২০২৫ ইং শুক্রবার সকাল ১০ঘটিকায় ক্লাবের অস্থায়ী কার্যালয় পশ্চিম দাশড়া ৪২/১, মানিকগঞ্জ পৌরসভায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল বাছিত ভূইয়া, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও আইন বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি।
তিনি তাঁর বক্তব্যে সাংবাদিক সমাজের ঐক্য, নৈতিকতা ও পেশাগত দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়—এটি দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার অন্যতম চালকা শক্তি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ আজহার হোসেন, সাবেক সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা।
তিনি সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে নবীন, প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক হারুন অর রশিদ, সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা।
তিনি তাঁর বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও জেলা পর্যায়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন  সাংবাদিক এস এম শাহিন বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ।বিশেষ বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক খন্দকার জিনাতুন্নিছা মৌসুমী, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা। তিনি সঞ্চালনার পাশাপাশি তার বিশেষ বক্তব্যে বলেন, সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এবং সমাজের দর্পণস্বরুপ সুতরাং এই অতি গুরুত্বপূর্ণ পরিচয় বহন করার আগে নিজেদের সততা স্বচ্ছতা ও অভিজ্ঞতার আলোকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে হবে। কোন অনিয়ম ও অসৎ প্ররোচনা থেকে নিজেদের সবসময় দূরে রাখবেন, আর সংগঠনের স্বার্থে সবাই এক হয়ে কাজ করবেন, মনে রাখতে হবে আমরা এমন একটি বৃহৎ সংগঠনের অংশ যার সারা বাংলাদেশ ব্যাপী কয়েক’শ  শাখা রয়েছে, এবং এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান তিনি একজন আদর্শিক সৎ এবং বিচক্ষণ সাংবাদিকতার সম্মান অটুট রাখতে এবং সংগঠনকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সবাইকে  একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমানসহ জেলা কমিটির সকল সদস্য, স্থানীয় সাংবাদিকবৃন্দ,সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত ছিলেন।
শেষে সংগঠনের অভ্যন্তরীণ কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা, বিভিন্ন কার্য বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হেরেছে পাকিস্তান, ব্রোঞ্জ জয় বাংলাদেশের – ৭১বার্তা

আমাকে যারা ভালবাসেন, তাদের নানা রকম কারণ

ফুলবাড়িতে ৪৯ বোতল ইস্কাফ সহ দুই মাদক কারবারি আটক- ৭১বার্তা

বেরোবিতে ৪ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন- ৭১বার্তা

বোরো ধানের বীজতলার চারা বাঁচাতে পলিথিন

রায়গঞ্জে প্রয়াত সমাজসেবকের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গেটম্যানের দাবিতে ট্রেন আটকালো জনতা- ৭১বার্তা

হাসিনা-ম্যাক্রোঁ বৈঠক আজ : আলোচনা হতে পারে যে বিষয়গুলোতে – ৭১বার্তা

খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল

আজ ৭১বার্তা’র ফুলবাড়ির সাংবাদিক উত্তম কুমার মোহন্তের অপারেশন, সকলের নিকট আশির্বাদ প্রার্থী – ৭১বার্তা