মেহেদী হাসান শাহজাদপুর প্রতিনিধি :
সিরাজগঞ্জ শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুরাদ হোসেন, জনপ্রকৌশলী ও স্বাস্থ্য কর্মকর্তা রিপন মিয়া, মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, শাহজাদপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় পাল এবং শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমুখ।
এ ছাড়া সভায় অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, দিবস দু’টি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হবে। দিবসগুলোয় পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোকসজ্জা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় আরও জানানো হয়, শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে এবং বিজয় দিবসের ভোরে জাতীয় পতাকা উত্তোলন, শহরের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হবে।
সভা শেষে উপজেলা অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা সকলকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং সফল বাস্তবায়নের জন্য সহযোগিতা কামনা করেন।


















