স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।
মানিকগঞ্জ ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের আয়োজনে অনুষ্ঠিত হলো স্বরলিপি সংগীত নিকেতন শিল্পীদের উদ্যোগে বিজয় ৭১স্মরণে দেশাত্মবোধক
গান-জন্ম-ভূমি।
১০ই ডিসেম্বর ২০২৫ ইং রোজ বুধবার সন্ধ্যা সাতটায় মানিকগঞ্জ কালীবাড়ি স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগের অনুষ্ঠিত হলো দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। জন্ম-ভূমি, দেশাত্মবোধক গানের অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্বরলিপি সংগীত নিকেতনের বেতার ও টিভি বিশিষ্ট কন্ঠ শিল্পী নাছরিন আহমেদ,বেলা আক্তার, নন্দন ঘোষ, কাকলি আক্তার, নিকুঞ্জ মিত্র, সায়েদা রহমান, আবু হাসান, বশির মাস্টার, শফিকুল ইসলাম এবং ইতি রাজবংশী, তবলায় ছিলেন: প্রতুল কুমার রায়, মৃদুল সরকার, শ্যামল সরকার ,সুজন আহমেদ, নিরঞ্জন মিত্র, দোতারায় ছিলেন: লিটন। সার্বিক পরিচালক ছিলেন কামাল আহমেদ কমল । অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, ধন ধন্য পুষ্প ভরা এবং পূর্ব দিগন্তে সূর্য উঠেছে।
জন্মভূমি অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পৌরসভার ইউনিট কমান্ডের আহ্বায়ক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন,বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ফারুক,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত ভূঁইয়া,বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূর -ই-আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে মহান বিজয়ের মাসে স্বরলিপি সংগীত নিকেতনের পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের পক্ষ থেকে সম্মাননা পত্র প্রদান করা হয়।
পরে সংগীত শিল্পীদের অসাধারণ দেশাত্মক বোধক গান এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া, (সুপ্রিম কোর্ট ঢাকা) অনুষ্ঠান শেষে সবাইকে শুভরাত্রি বলে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।



















