১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৩১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বগুড়ার গাবতলীতে মাদক ব্যবসায়ীর ছুড়িকাঘাতে সাপুড়ে নিহত:  আহত-৫, গ্রেপ্তার-৩

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১২, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ণ

রিপন মিয়া স্টাফ রিপোর্টার বগুড়া :
বগুড়ার গাবতলীতে মাদকবিক্রেতা ও চোরের ছুড়িকাঘাতে সাকিল খান (২৫) নামের এক সাপুড়ে যুবক খুন হয়েছেন। সাকিলকে বাঁচাতে গিয়ে গুরুতর রক্তাক্ত জখমহয়েছে আরো ৪জন। এদের মধ্যে জানারুল মিয়া ওরফে জেনা সরদার (৩৫) গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে গত ১০ডিসেম্বর রাত অনুমান সাড়ে ৩টায় গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের নাড়ুয়ামালা হাটের উত্তরধারে বেদে পল্লীতে। পুলিশ এ ঘটনায় রাশেদ, জমেলা বেগম ও কমেলা বেগম নামের তিনজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, ঢাকা সাভার থানার পোড়াবাড়ী এলাকার ৩৫/৪০জন সাপুড়ে গত ৪/৫দিন পূর্বে বগুড়া গাবতলীর নাড়–য়ামালা ইউনিয়নের নাড়–য়ামালা হাটের উত্তরধারে
জাহিদুল ইসলাম হেলালের ইটভাটার পূর্বপার্শ্বে ছামিয়ানা দিয়ে ঘর তৈরী করে অস্থায়ীভাবে বসবাস শুরু করেন। গত ১০ডিসেম্বর রাত অনুমান সাড়ে ৩টার সময় একই উপজেলার পার্শ্ববর্তী রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (৪০) বাই সাইকেলযোগে ওই বেদে পল্লীতে মোবাইল ও নগদ অর্থ
চুরি করতে যায়। বিষয়টি বেদেরা আঁচ করতে পেরে চোর রাশেদকে হাতে-নাতে পাকড়াও করে ফেলে। স্থানীয়রা জানায়, আটককৃত চোর রাশেদ ও স্থানীয়
প্রথমারছেও গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী বিশু প্রাং (৪২) সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। খবর পেয়ে রাশেদের মামাতো ভাই কুখ্যাত মাদক ব্যবসায়ী
বিশু প্রাং (৪২), তার ছেলে বিপ্লব হোসেন (২৪)সহ বেশ কয়েকজন বিভিন্ন ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ফিল্মিষ্টাইলে ওই রাতেই বেদে পল্লীতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে আটককৃত রাশেদকে ছিনিয়ে নেয়। এরপর বেদেপল্লীর ৮/৯জনকে ধারালো অস্ত্রে কুপিয়ে জখম করে। এতে গুরুতরভাবে আহত হন সাকিল খান, জানারুল মিয়া ওরফে জেনা সরদার, জিয়ানা বেগম (৩০), মোস্তা সরদার (৫২), রাজন সরদার (১৭) এবং সাগর মন্ডল। এদের মধ্যে ছড়িকাঘাতে গুরুতর আহত সাকিল খান ও জেনা সরদারকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক সাকিল খানকে মৃত ঘোষণা করেন। স্থানীয়সূত্র জানায়,  প্রথমারছেও গ্রামের বিশু
প্রাংসহ বেশ কয়েকজন দীর্ঘদিন থেকে গাঁজা, টেপেন্টাডল ও ইয়াবা কেনাবেচা করে আসছিল। বিষয়টি নাড়–য়ামালা ইউনিয়নের বিট অফিসার থানার এস আই ইউসুফ আলীকে একাধিকবার জানালেও তিনি প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেননি বলে
ক্ষোভপ্রকাশ করেছেন অনেকে। গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ন কবীর ও মডেল থানার ওসি আনিছুর রহমান আনিছ। এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান আনিছ বলেন, বেদে সাকিলকে খুনের ঘটনায় রাশেদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত
অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - সারাদেশ