আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগন্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ৯৫ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এবং ২০২৪ এর মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ ডিসেম্বর তারাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার অন্তত ৫২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ৪৪৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এবং ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় কৃতকার্য ৭১ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়।
৯৫ ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০১৭ সাল থেকে প্রতিবছর উপজেলার ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তির আয়োজন করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এ ধারাবাহিকতায় এ বছর ৭ম শ্রেণীর মোট ৪৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, এরমধ্যে ট্যালেন্টপুলে ১০ জন, প্রতিজনকে ৬ হাজার টাকা মেধা বৃত্তি প্রদান করা হবে, সাধারণ ক্যাটাগরিতে ৩৪ জন, প্রতি জন ৪৮০০ টাকা, এবং বিশেষ ক্যাটাগরিতে ৩০ জন ৫০০ টাকা করে মেধা বৃত্তি পাবেন। এছাড়াও দুইজন প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রতিজনকে ৪৮০০ টাকা বৃত্তি প্রদান করা হবে। ক্রেস্ট, সার্টিফিকেট, ওনারিয়ামসহ কৃতকার্যরা ১ বছর মেয়াদে এই বৃত্তি সুবিধা পাবেন। গত ২০২৪ সালের মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭১ জনের মধ্যে ট্যালেন্টপুলে ১০ জন, প্রতিজন ৬ হাজার টাকা, সাধারণ ক্যাটাগরিতে ৩৪ জন, প্রতিজন ৪৮০০ টাকা, এবং বিশেষ ক্যাটাগরিতে ২৭ জন ৫০০ টাকা প্রতিজন। এছাড়াও মেধা বৃত্তি প্রাপ্তদের সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়। ২০২৪ সালের মেধা বৃত্তিতে গণিত এবং ইংরেজি সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ২ জনকে “আমির হোসেন মাস্টার” স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।
৯৫ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯৫ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি সোলায়মান হোসেন সোহাগ, সহ-সভাপতি শাব্বির আহমেদ তামিম ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিঠু।



















