আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে জিয়ামঞ্চ সদর উপজেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“জিয়া মঞ্চ”, সিরাজগঞ্জের আয়োজনে,
শনিবার (১৩ ডিসেম্বর-২০২৫খ্রিঃ) দুপুরে সিরাজগঞ্জ পৌরএলাকার সয়াধানগড়া ভাসানী রোডস্থ দি হলি চাইল্ড স্কুলে-উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু- তিনি সদর উপজেলা জিয়া মঞ্চ নবগঠিত কমিটির উদ্দেশ্য বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনে সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। এবং আপনার
এলাকার জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং গণজোয়ার সৃষ্টি করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরুন। তিনি আরও বলেন, “আশা করি বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ধানের শীষে বিজয়ী করলে দেশনেত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত শক্তিশালী হবে, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নব-নির্বাচিত সহ-সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সাবেক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা জাতীয়তাবাদী মহিলাদল, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম প্রমুখ।
আলোচক ছিলেন, জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখা’র সদস্য সচিব মোঃ সিরাজুল আলম সরকার। সভাপতিত্ব করেন, জিয়া মঞ্চ ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ খাজা ময়ান উদ্দিন, সঞ্চালনা করেন, জিয়া মঞ্চ জেলা শাখার যুগ্ন-আহবায়ক মোঃ রফিকুল ইসলাম।
জিয়া মঞ্চ, সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার নবগঠিত কমিটিতে আহবায়ক মোঃ আব্দুল হান্নান খান, সিনিয়র যুগ্ন-আহবায়ক জাহিদুল ইসলাম, যুগ্ন-আহবায়ক আঃ রাজ্জাক তাং গণি, যুগ্ন-আহবায়ক মোঃ হারুন অর রশিদ খান, জাকিরুল ইসলাম, রওশন কবির পারভেজ, আব্দুল মান্নান, মোছাঃ হাওয়া খাতুন, আব্দুল মান্নান, মাহবুবর রহমান ফরিদুল ইসলাম লিটন সরকার, সদস্য সচিব- এস.এম.মনিরুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন- “জিয়া মঞ্চ” জেলা কমিটির আহবায়ক- খাজা ময়েন উদ্দিন, সদস্য সচিব- সিরাজুল আলম সরকার।


















