মানিকগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা’ মানিকগঞ্জের তিনটি আসনে মোট ৩২ জন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন বলে জানান। তবে তাঁদের মধ্যে মোট ২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
8ঠা জানুয়ারি ২০২৬ ইং রোববার দুপুরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জেলা নাজমুন আরা সুলতানা।
আজ যাচাই-বাছাই শেষে ৯ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তিনটি আসনে ১৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। তবে বাতিল ঘোষিত প্রার্থীরা আগামী ৯ জানুয়ারী পর্যন্ত নির্বাচন কমিশনের নিকট আপীল করতে পারবেন বলে রিটার্নিং অফিসার জানান।’
মানিকগঞ্জ ১ আসনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন বিএনপি’র এস এ জিন্নাহ কবীর, জামায়াতে ইসলামীর ডাঃ আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাম্মেল হক তোজা, বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির প্রার্থী দিলিপ কুমার দাস, ইসলামী আন্দোলনের মোঃ খোরশেদ আলম, গন অধিকার আন্দোলনের মোঃ ইলিয়াস হোসেন এবং খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহ’। তবে জনতার দলের মোঃ শাহজাহান খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারীর কাগজপত্র সঠিক না থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
মানিকগঞ্জ -২ আসনে মনোনয়পত্র বৈধ হয়েছে সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, খেলাফত মজলিসের মোঃ সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী, তবে ঋণ খেলাপীর দায়ে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান এবং কাগজপত্র সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান খান রোমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মানিকগঞ্জ -৩ আসনের বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা,জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপি’র আবুল বাশার বাদশা, বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ সাঈদ নূর, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিশ ও ইসলমী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিনের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে।
তবে কাগজপত্র সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান আতা, এবি পার্টির মোঃ রফিকুল ইসলাম জনি, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন ও ড.রফিকুল ইসলাম খানের মনোনয়ন পত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।



















