১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:০৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ৫, ২০২৫ ৫:৫৪ পূর্বাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
অসুস্থতায় শয্যাশয়ী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে এক আলোচনা সভাশেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আয়োজনে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর-২০২৫খ্রিঃ) সকাল ১১ টার দিকে- সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে- একনআলোচনাসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল অফি এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময়ে আলোচনা সভায় তিনি তার বক্তব্যে বলেন, বিগত ১৫বছরে পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি আওয়ামী হাসিনা সরকারের দমন-পীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য অবিচল লড়াই- সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে রনাঙ্গণে থেকে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর যুদ্ধ করেছেন এবং স্বাধীনতা ঘোষণা করেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী আপোষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় দেশের স্বার্থের কাজ করেন। জিয়া ও খালেদাজিয়া হলেন- প্রকৃত দেশপ্রেমিক, দেশের উন্নয়ন উন্নতি করেছেন। সারা পৃথিবীতে সুনাম রয়েছে। তিনি আরো বলেন, দেশে যখনই সংকট সৃষ্টি হয়েছে তখনই আস্থা ও ঐক্যের প্রতীক হিসেবে সামনে এসে আবির্ভূত হয়েছেন বেগম খালেদা জিয়া তিনি তার পরিবার নানা ষড়যন্ত্রের শিকার হয়েছেন মিথ্যা বানোয়াট মামলা, অত্যাচার, নির্যাতন শিকার এত জুলুম নির্যাতন মামলা হামলার পরেও তিনি কখনো পিছু হটেননি। বেগম খালেদা জিয়া’র মত দূরদর্শী নেতৃত্ব সবসময় প্রয়োজন। আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়ার সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি এবং দ্রুত আরোগ্য লাভের পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এ অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, শহর বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, পৌর বিএনপি’র ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ ইকবাল হোসেন খান (প্রাক্তন বিডিআর), জেলা জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখা’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল-আমীন খান, সহ-সাংগঠনিক সম্পাদক তুষার সেখ, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিরাজগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ, জেলা ছাত্র দলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাহাদাত হোসাইন, খামার পাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা প্রমুখ। এসময়ে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক -শামীম আরা, সহকারী শিক্ষক- তানজিলা খাতুন,সাগর কুমার সরকার, রিপন হোসেন, আব্দুল আজিম, শর্মিলা পারভীন, রনজু আহমেদ, ওবায়দুল হক, ইকবাল হাসান, শাহ আলম,শরীফ হোসেন, জাহিদুল ইসলাম, তারমিন জাহান, জুবায়ের আহমেদ, রুপসী সরকার, অফিস সহকারী নাজমুল হক সহ অভিভাবক ও শিক্ষার্থীরা, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী, কর্মীরা, স্থানীয় পৌর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত