আরিফ সিকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে প্রথমবারের মতো গ্রাহকদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মায়াজ মার্ট.কম। কয়েক দিনের ভিতরের মায়াজ মার্ট.কম সারাদেশে এ সেবা চালু করা হবে। সোমবার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের এমএম প্লাজায় পণ্যের গুণগত মান নিয়ে আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে অনলাইনভিত্তিক এ সেবার উদ্বোধন করা হয়।
অনলাইন প্ল্যাটফর্ম www.mayajmart.com এ প্রদর্শিত যে কোনো পণ্য অর্ডার করে গ্রাহকরা হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন। শুরুর দিকে সেবা সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে সারাদেশে ডেলিভারি চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানের।
গ্রাহকরা ন্যূনতম ৫০০ টাকার পণ্য কিনলেই ফ্রি হোম ডেলিভারি পাবেন। ক্রয় প্রক্রিয়ায় গ্রাহককে প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পছন্দমতো পণ্য অর্ডার করা যাবে।
প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোম ডেলিভারি সেবা দেওয়া হবে। বিকাল ৪টার পর করা অর্ডার পরদিন সকালে ডেলিভারি দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া পৌর শহর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, অর্থ সম্পাদক সৈয়দ রাসেল মিরা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব আহমেদ পাশা তানভীর, এজে ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম, ব্যবসায়ী আরিফ সিকদার, মো. কামাল হোসেন, কলাপাড়া পৌরসভার ইঞ্জিনিয়ার শামসুল আরেফিন শাকিল, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার ফজলুর রহমান, মায়াজ মার্ট এর স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মহিবুল ইসলাম জীবু, রফিকুল ইসলাম রনি প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমাত জামে মসজিদের ইমাম হাফেজ মো. মিরাজ।
স্থানীয়ভাবে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য অনলাইন শপিং অভিজ্ঞতা দিতে ‘মায়াজ মার্ট.কম’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজনে বক্তারা আশা প্রকাশ করেন।



















