আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“আত্মকর্ম সংস্থানের মুরগী পল্লী দরিদ্র মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে- সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে- এলাকার সুফলভোগী ৩৩২জন নারী-পুরুষের মাঝে মাথাপিছু ১৫’টি করে মুরগী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উত্তরাঅঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আত্মকর্ম সংস্থান সৃষ্ঠি এই কর্মসূচির লক্ষ্য এবং উদ্দেশ্য।
কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সিরাজগঞ্জপর উদ্যোগে-
বুধবার (১০ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) সকালে কাজিপুর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে উক্ত বিতরণ অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কাজের উদ্বোধন করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা- ডাঃ এ.কে.এম আনোয়ারুল হক।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুরগী পালনের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ, আর্থিক স্বছলতা বৃদ্ধি, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে ভূমিকার কথা উল্লেখ করেন ।
স্বাগত বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাসান মাহমুদুল হক। এসময়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর অন্যান্য কর্মকর্তা- কর্মচারী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।


















