মানিকগঞ্জ সদর উপজেলাধীন হাটিপাড়া ইউনিয়নের বংখুরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন হঠাৎ ভোরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে নবাবগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে সকাল আনুমানিক ৭টায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি রাজিউন))
১৩ই ডিসেম্বর ২০২৫ ইং শনিবার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের পরিবার জানা যায় মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ১মেয়ে রেখে ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম মোশারফ হোসেনের জানাজা আজ ১৩ই ডিসেম্বর দুপুর ২ টা ৩০ মিনিট সময় রত্না দিয়া পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদার পর বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনকে রত্না দিয়া কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন, আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকরাম হোসেন।
বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের জানাজায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, জেলা কমান্ডের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শংকর লাল ঘোষ, মানিকগঞ্জ পৌরসভার আহবায়ক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, সদর উপজেলা কমান্ডের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান
এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মরহুমে পরিবার।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন এর মৃত্যুতে মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান সংসদের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মহান আল্লাহর নিকট মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।



















