সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইসলামিক দল ‘ভোট দিলেই বেহেশত পাবেন’ বলে দেশের জনগণের কাছে প্রচার প্রচারনা করছে। জামায়াত একটি মুনাফিক দল। তারা একজন হিন্দু প্রার্থী দিচ্ছে। জামায়াতে ভোট দিলে, বেহেশত পাওয়া যাবে এই কথাটি সত্য হলে আপনারা এখন বলেন, হিন্দু ব্যক্তিকে ভোট দিলে কি বেহেশত পাওয়া যাবে? বেহেশতের কথা বলে ভোট নিতে চাইছে। বেহেশতের টিকিট বিক্রি বন্ধ করতে, জামায়াতে অপ্রচার রোধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিককে জয়ী করতে আলেম-ওলামাদের সবচেয়ে বেশি ভুমিকা রাখতে হবে।
বেহেশতের টিকিট কে পাবে, তা শুধু মহান রব্বুল আলামিন জানে। কাকে বেহেশত দিবেন, কাকে জাহান্নাম দিবে, তা একমাত্র মহান রব্বুল আলামিন নির্ধারন করবেন। কোন মানুষই কে জান্নাত, কে জাহান্নামে যাবে, তা নির্ধারন করতে পারে না। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইসলামিক দল দেশে গুজব ছড়াচ্ছে যে, অমুক মার্কাই ভোট দিলেই, জান্নাত। এই মুনাফিকি কথাগুলো কুরআন হাদিস দিয়ে জনগণকে বুঝাতে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এখন বেশি প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির
সহ -দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক একথাগুলো বলেন।
তিনি আরও বলেন, ৯০% মুসলিম দেশে আলেম-ওলামাদের গুরুত্ব অনুধাবন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেছে।
(২১ ডিসেম্বর ২০২৫), রোববার বিকেলে ৩টায় সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া বাজারে।মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম’র হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ২নং বাগবাটি ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক কাউন্সিল উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন জুয়েল।
জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক হাজী মো: নুরুল হুদা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক, সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলার সদস্য সচিব মুন্সি হাবিবুল বাশার ইমন।
জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সদস্য হাফেজ মো: বেলাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগবাটী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান খান দুদু, সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার আহবায়ক মাওলানা মো: আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক লতিকুল ইসলাম লেলিন, মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল প্রমুখ।
দ্বি- বার্ষিক কাউন্সিলে ২নং বাগবাটী ইউনিয়ন ওলামা নেতাকর্মী ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্বি-বার্ষিক কাউন্সিলে হাজী মো: নুরুল হুদাকে সভাপতি ও হাফেজ মো: বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।



















