রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নূরনবী মিয়া এবং রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আলী হায়দার আব্বাসী।
এছাড়াও সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে সমাজে শান্তি বজায় রাখতে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বড়দিন উপলক্ষে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সব ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উৎসবকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ধর্মীয় উপাসনালয় সুরক্ষা এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। সভা শেষে উপস্থিত সকলের প্রতি শুভ বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।#



















