১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৩১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

শোকে স্তব্ধ দেশ

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ৩১, ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা দেশ। তিনি ছিলেন জাতীয় নেত্রী ও দেশের শীর্ষ অভিভাবক। এমন একজন অভিভাবকের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। সমাজমাধ্যমসহ নানাভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করে শোক প্রকাশ করে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শোক জানান।
সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে সরকারি-বেসরকারি অফিসগুলোতে নেমে আসে শোকের ছায়া। বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড়ে এভারকেয়ার হাসপাতালের চারপাশে ছিল পিনপতন নীরবতা। শোকের নীরবতা হাসপাতাল প্রাঙ্গণ থেকে ছড়িয়ে যায় সারা দেশে। গতকাল দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও সারা দেশে সাধারণ ছুটির ঘোষণা দেন। পরে বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে এই তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আগামী শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি এক শোকবাণীতে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় বলেন, ‘বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ জাতির এই অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত থাকার ও ধৈর্যধারণের আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে যার যার অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন তিনি। শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরাও।
রাজনৈতিক দলের শোক প্রকাশ : খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় পার্টির আরেক অংশের চেয়ারম্যান ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাবেক এমপি এম এ আউয়াল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি আবদুল্লাহ আল হারুণ সোহেল ও মহাসচিব জামিল আহমেদ। শোক জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, বিকধারা বাংলাদেশ-এর সভাপতি মেজর (অব.) আবদুল মান্নান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান ও নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক, অপরাজেয় বাংলার মহাসচিব এম এ এন শাহিন, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সভাপতি অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এবং মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুহাম্মাদ রেজাউল করীম, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী।

রাজনৈতিক, সাংস্কৃতিক ও অন্যান্য সংস্থা এবং সংগঠনের শোক : শোক জানিয়েছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী কমিটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো, গণতন্ত্রী পার্টি, প্রগতিশীল জাতীয়তাবাদী দল, বাসদ (মার্কসবাদী), আইন ও সালিশ কেন্দ্র (আসক), কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, নির্বাচন কমিশন (ইসি), বাংলা একাডেমি, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখা, বাংলাদেশ আইন সমিতি, ল’ রিপোর্টার্স ফোরাম এবং বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, বাংলাদেশ আইন সমিতি, ঢাকা আইনজীবী সমিতি।

শোক প্রকাশ করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ দোকান মালিক সমিতি, গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ অর্থনীতি সমিতি। শোক জানিয়েছে সাংবাদিকের সংগঠন জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), ঢাকা সাংবাদিক সমবায় সমিতির সভাপতি সদরুল হাসান ও সম্পাদক শফিউল আলম দোলন। এ ছাড়া গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী; তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মকর্তা ও কর্মচারীরা; বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ; বিদ্যুৎ ও জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের নেতারা।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, গতকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে নিরাপত্তা জোরদার : রায় প্রত্যাখ্যান করে আ.লীগের শাটডাউন ঘোষণা

পৌনে ২৮ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে – ৭১বার্তা

নড়াইলে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা

ওসমান হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা

বদরগঞ্জে মোটর মেকানিক ইকবালের  নির্মিত উড়োজাহাজ- ৭১বার্তা

তাঁর এক বক্তৃতা পাল্টে দিয়েছে রাজনীতির সব হিসাবনিকাশ

নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি

চাটমোহরে প্রতারণা করে গৃহবধুর স্বর্ণালংকার চুরি

জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত