শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা বাহির গোলা রোডে অবস্থিত বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, বিএফএ সিরাজগঞ্জ ইউনিটের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম ও পরিচালনা করেন, বিএফএ সিরাজগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক আবুল হাশেম আবু।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন ভাঙ্গাবাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ মাজহারুল ইসলাম। পরে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিএফএ’র সহ-সভাপতি আফসার আলী। তিনি বেগম খালেদা জিয়ার দেশ ও জাতির জন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া মাহফিলে বিএফএ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।



















