মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ ।
৩ জানুয়ারি ২০২৬ ইং শনিবার সকাল দশটায় অনুষ্ঠিত হলো জাতীয় সমাজসেবা দিবস এই উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল বাতেন উপ পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, মানিকগঞ্জ।
প্রযুক্তি ও মমতা, কল্যাণ ও সমতায়, আসুন আজ সমাজ সেবায় । এই প্রতিপাদ্য নিয়ে সকালে সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হল রুমে ‘সমাজসেবা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রোকনুজ্জামানসহ আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মাদ ফারুক হোসেন, গনকল্যান ট্রাস্টের পরিচালক জহিরুল ইসলাম, প্রতিবন্ধী সংগঠন- এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রোকনুজ্জামান, সমাজসেবক মির্জা তানজিনা ইয়াসমিন, প্রতিবন্ধীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ জাহির হোসেন , অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা মেহেদি মাসুদ, হাসপাতাল কর্মকর্তা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



















