১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৩৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বিশ্বনেতারা দিল্লিতে, আজ শুরু হচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ৯, ২০২৩ ৯:৫১ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রগতি ময়দানের ‘স্টেট অব দ্য আর্ট’ ভারতমণ্ডপম কনভেনশন সেন্টারে বসছে জি-২০ শীর্ষ সম্মেলনের এবারের আসর। এ উপলক্ষে দিল্লিকে যানজটমুক্ত রাখতে ৮, ৯ এবং ১০ সেপ্টেম্বর ৩ দিন ছুটি দেওয়া হয়েছে সব স্কুল-কলেজ-অফিস। নিউজ ১৮

সম্মেলনে অর্থনীতি, পরিবেশ, পরিকাঠামো, উন্নয়ন ইত্যাদি নিয়ে জি-২০ভুক্ত সদস্য দেশগুলো পরস্পরের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে।

সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ জোটের শীর্ষনেতারা সম্মেলনে অংশ নিচ্ছেন।

কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানীকে। ঢেলে সাজানো হয়েছে প্রগতি ময়দান চত্বর। সরকারি অতিথিদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে ভারত। ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখন দিল্লির আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছেন।

বিভিন্ন জায়গায় বন্দুক নিয়ে অবস্থান নিয়েছেন স্নাইপাররা। হেলিকপ্টার থেকে দিল্লির বিভিন্ন অলিগলিতে নজর রাখছেন সেনাবাহিনী এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কমান্ডোরা। জি-২০ সম্মেলনে যোগ দেওয়া বিদেশি প্রতিনিধিদের থাকার জন্য যে বিলাসবহুল হোটেলে ব্যবস্থা করা হয়েছে, সেগুলোর চারদিকে কড়া নজর রাখেছেন গোয়েন্দারা।
রাষ্ট্রনেতা এবং বিদেশি প্রতিনিধিদের থাকার জন্য দিল্লি ও গুরুগ্রামের বিভিন্ন হোটেলে প্রায় সাড়ে তিন হাজার কক্ষ ভাড়া নেওয়া হয়েছে। রাষ্ট্রপ্রধানরা দিল্লির হোটেলগুলোতে থাকছেন।
জি-২০ দেশগুলোর পাশাপাশি অন্য বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদেরকেও অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লিতে। এর মধ্যে রয়েছে-বাংলাদেশ, মিসর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের রাষ্ট্রনেতাদেরও বিলাসবহুল হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের আপ্যায়নের ব্যবস্থা থাকছে আইটিসি মৌর্য শেরাটনে। বাইডেন এবং তার প্রতিনিধিদলের জন্য হোটেলের প্রায় ৪০০টি কক্ষ ভাড়া নেওয়া হয়েছে। বাইডেন থাকবেন ১৪ তলায়। ১৪ তলা থেকে নিচে আসার জন্য থাকবে বিশেষ লিফটের ব্যবস্থা।

দিল্লির তাজ প্যালেস ভাড়া নেওয়া হয়েছিলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য। তবে জিনপিং শীর্ষ সম্মেলনে না আসায় চীনের প্রতিনিধি হিসাবে সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী লি কিয়াং, তিনিই থাকবেন সেই বিলাসবহুল হোটেলে।

দিল্লির কনট প্লেসের শাংরি-লা হোটেলে থাকছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সুনাক। জার্মানির চ্যান্সেলর ওলাফসহ সে দেশের বাকি প্রতিনিধিদলেরও ওই হোটেলেই থাকার কথা রয়েছে। প্রতিনিধিদলের সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের থাকার কথা বিলাসবহুল ক্লারিজেস হোটেলে। ইম্পেরিয়াল হোটেলে থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ।

জি-২০ সম্মেলনে পুতিন যোগ দিতে আসবেন না বলে আগেই জানিয়েছে ক্রেমলিন। পুতিন জানিয়েছেন তার পরিবর্তে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে ল্যাভরভও ওবেরয় হোটেলে থাকবেন।

জি ২০ সম্মেলনের জন্য নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লিকে। শেখ মোস্তারি জান্নাত।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকারকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় কুড়িগ্রামের মানুষ -৭১ বার্তা

সিরাজগঞ্জে মাল্টি-স্টেকহোল্ডার কর্মশালা

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজে’র একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ

বগুড়ার গাবতলী পেরিহাট কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত

৮ম বর্ষপূর্তি পালিত হলো দাসিয়ারছড়ায় ছিটমহল বিনিময়ের

সাংবাদিক হত্যা ও গণমাধ্যম অফিসে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

রংপুরে অনিদ্রিষ্টকাল জীবন বীমার ব্যবসা বন্ধ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নওগাঁয় ছিনতাইকারি চক্রের তিন সদস্য সিএনজি সহ গ্রেফতার

মহান বিজয় দিবসে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি