বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। মাড়িয়া যুব কল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের খেলাটি শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও প্রথম শ্রেণীর ঠিকাদার বাদশা সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাজাহানপুর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম শ্রেণীর ঠিকাদার ও নগরুআমরুল প্রভাতী ক্লাবের সভাপতি আমিনুর রহমান জোয়ার্দার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আমিনুর রহমান, আমরুল ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এম রহমত আলী, আয়োজক কমিটির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলী, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীনুর রহমান, সহ ক্রীড়া সম্পাদক সোহেল, মমিন, পারভেজ, কামরুল, ইউনিয়ন বিএনপির সদস্য জামাল উদ্দিন মোল্লা, ওয়ার্ড বিএনপির সভাপতি আকসার আলী, ডা. আব্দুল গাফফার, খাইরুল বাশার ফিরু, মমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করে খেলোয়াড় কল্যাণ সমিতি নয়মাইল প্রতিপক্ষ দলকে ৫ু০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় লাভ করে। দর্শকদের করতালি ও উল্লাসে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।


















