১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:১৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

আগামী মসসের মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ -ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রতিবেদক
joysagor
নভেম্বর ১৫, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কেন্দ্রীয় জাম মসজিদের প্রধান গেট ও পিছনে নিরাপত্তা গেট নির্মাণ সহ মসজিদের সৌন্দর্যবর্ধণে কাজ শুরুর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রীয় জামে মসজিদের শতবর্ষের পুরোনো মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে এবং শতবর্ষের পুরানো মাদ্রাসাটির নাম কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসায় রুপান্তর করা হয়েছে এবং এর বহুতল ভবনের নির্মাণ কাজ আগামী একমাসের মধ্যেই শুরু করা হবে-ইনশাআল্লাহ।
শুক্রবার (১৪ নভেম্বর) সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজের খুৎবা পাঠের আগে কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসার বহুতল ভবনের নকশা প্রদর্শন ও মুসলমানদের অনুমোদন শেষে বক্তব্যে
তিনি এইসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, যা পরকালে জান্নাতে ঘর লাভের নিশ্চয়তা দেয় এবং মৃত্যুর পরেও এই সওয়াব অব্যাহত থাকে। এটি সাদাকায়ে জারিয়াহ হিসেবে গণ্য হয় এবং এর মাধ্যমে ইসলাম প্রচারেও সহায়তা হয়। যতক্ষণ এই মসজিদ বা মাদ্রাসার মাধ্যমে অন্য কেউ উপকৃত হবে, ততক্ষণ নির্মাণকারীর আমলনামায় নেকি যুক্ত হতে থাকবে।
তিনি বলেন, মাদ্রাসায় দান করলে, যতদিন সেখানে কোরআন-হাদিসের শিক্ষা চালু থাকবে, ততদিন দাতা ব্যক্তির আমলনামায় নেকি যুক্ত হতে থাকবে যারা মানুষকে ইলম শিক্ষা দেয়, তাদের ইলম থেকে যারা আমল করে, তাদের সমপরিমাণ নেকিও আমলনামায় যুক্ত হতে থাকে, যা নির্মাণকারীকে প্রভাবিত করে।
এ সময় আরও বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি জনতার মেয়র মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময়ে- কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ তানহা,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর দুলাল, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি, পিপি অ্যাডভোকেট শফিক হায়দার রফিক সরকার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট, যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মোস্তফা নোমান আলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । জুম্মা নামাজ শেষে মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির উন্নতি কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ। সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান এক সাথে কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা আাদয় করে মোনাজাতে শরীর হন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আদিবাসীদের প্রধান গোয়াল পূজা ও সহরায় উৎসব

পত্নীতলায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

বগুড়ার গাবতলী পেরিহাট কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার ইন্তেকাল

তাড়াশে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমিটির অনুমোদন

বেরোবি উপাচার্যের সঙ্গে সমবায় সচিবের সৌজন্য সাক্ষাৎ- ৭১বার্তা

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁয় হরিজন কলোনিতে অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন আটক

 ফসলি জমি থেকে মাটি কাটায় ৪ ব্যক্তির জেল-জরিমানা

নয়াদিল্লি পৌঁছেছেন শেখ হাসিনা- ৭১বার্তা

সাংবাদিকদের সঙ্গে নওগাঁ -১ আসন জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা