মোঃ সেতাউর রহমান , চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় দুর্লভপুর ইউনিয়নের পদ্মাপারের সীমান্ত এলাকার কুকড়িপাড়া গ্রামে বসবাসরত স্থানীয় ৩’শত জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৩০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
চলমান তীব্র শীতে বিপর্যস্থ স্থানীয় শীতার্ত মানুষের মাঝে রাজশাহী সেক্টর এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার সেক্টর সদর দপ্তর, রাজশাহী।
এসময় তিনি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধে দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















