কাজী নূরনবী নাইস, জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁয় গোয়েন্দা পুলিশের তিনদফা অভিযানে আট মাদক ব্যবসায়ী আটক। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ শনিবার (৬ই ডিসেম্বর) তারিখে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এবং আটজনকে মাদকসহ গ্রেফতার করেছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে নওগাঁ জেলার মান্দা থানাধীন কবুলপুর গ্রামে জনৈক এমদাদের বাড়ির সামনে থেকে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে এক কেজি পাচঁশত গ্রাম গাঁজাসহ মাদককারবারি সুজন (৪০), পিতা মৃত তাহের, সাং চক সাদাসিব, থানা নিয়ামতপুর, জেলা নওগাঁ—কে গ্রেফতার করা হয়।
দ্বিতীয় দফায়, রাত আনুমানিক ১০ ঘটিকায় নওগাঁ পৌর এলাকার শাফিন ফিলিং স্টেশনের সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ মো: ফয়সাল (২৭) পিতা: আব্দুল মালেক, সাং পার নওগাঁ হাজী পাড়া, থানা ও জেলা নওগাঁ—এবং তার সহযোগী মো:তরিকুল ইসলাম (৩৬), পিতা: মৃত-আছির, সাং ভগবানপুর, থানা বদলগাছী, জেলা নওগাঁ—কে গ্রেফতার করা হয়।
একই তারিখে শেষ তৃতীয় অভিযানে রাত ১০টা ৪০ মিনিটে নওগাঁ পৌর এলাকার ঢাকা বাস স্ট্যান্ডের পার্শ্বে হোটেল অবকাশের ৪০৬ নং কক্ষ থেকে ৬০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ আবু সাইদ (৩১), পিতা:শাহদাত হোসেন, সাং শিংবাচা, থানা ও জেলা নওগাঁ; সোহেল (৩২), পিতা:শরিফুল মণ্ডল, সাং-সরিসপুর, থানা ও জেলা নওগাঁ; প্রকাশ রায় বংশী (৩২), পিতা: বিজয় রায় বংশী, সাং পাতিলা পাড়া, থানা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ (বর্তমানে নওগাঁ শহরের কালিতলা এলাকায় রত্না খানের ভাড়াটিয়া); জাকির (৩২), পিতা: আব্দুর রাজ্জাক, সাং-বালাহার, থানা নিয়ামতপুর, জেলা নওগাঁ; এবং রিপন (৩২), পিতা:হারুন অর রশিদ, সাং চক প্রসাদ, থানা ও জেলা নওগাঁ—কে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আগামী দিন গুলিতে নওগাঁ জেলায় মাদক নির্মূল করতে মাদক বিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।



















