১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জ সততা ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তারকে সংবর্ধনা প্রদান 

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
 বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও সততা ব্যবসায়ী সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক- হাজী মোঃ আব্দুস সাত্তার’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন সংবর্ধনা  প্রদান করেছে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
সোমবার (৮ ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) বিকেলে ধানবান্ধি আর্দশ মানব কল্যাণ সমাজ অফিসে সততা ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড সহ সভাপতি অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মকতেল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা পরিচালনা এ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয় । এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সহ-সভাপতি খ,ম,রকিবুল হাসান রতন, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহজাহান আলী সাজা প্রমুখ।
এসময় সততা ব্যবসায়ী সমবায় সমিতি’র লিমিটেড নেতারা বলেন,হাজী মোঃ আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে ব্যবসায়ী উন্নয়ন, সেবামূলক কাজ ও সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর মতো যোগ্য ব্যক্তির চেম্বারের নেতৃত্বে আসা ব্যবসায়ী সমাজের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।তিনি আমাদের ভাই তিনি আমাদের সন্তান। হাজী মোঃ আব্দুস সাত্তার’কে সম্মান দিয়েছে মহান আল্লাহ পাক। বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই সম্মানিত ভোটার বৃন্দকে।
এসময় নবনির্বাচিত পরিচালক হাজী মোঃআব্দুস সাত্তার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমি প্রথমে ধন্যবাদ জানাই মহান আল্লাহ পাক কে। তিনি আমাকে সম্মান দিয়েছেন। সততা ব্যবসায়ী সমবায় সমিতির সকল সম্মানিত সদস্য কে ধন্যবাদ জানাই। এই বিজয় আমার একার নয় এই বিজয় আপনাদের সকলের। তিনি আরও বলেন,ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাবো। সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছার অনুষ্ঠান শেষে সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - সারাদেশ