শাহাদাৎ হোসেন, সিরাজগঞ্জ অফিস :
সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধ ভাবে মাটি কেটে খোলা ট্রাকে মহাসড়ক দিয়ে বহন করার সময়ে রোবিবারে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দবিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাটি বোঝাই ৪টি ডামট্রকসহ চালোকদের আটক করে । পরে রায়গঞ্জ উপজেলা সহকারীক কমিশনার (ভূমি) মাসুদ রানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রাকচালক ইমরান ও সুমন মোল্লাকে ১ লক্ষ টাকা জরিমানা করে এবং ইয়াকুব শেখ ও শিহাব আলীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আটকৃত আসামিরা হলেন, সলঙ্গা থানার কালিকাপুর গ্রামের নায়েব আলীর ছেলে ইয়াকুব আলী (১৯) এবং চরিয়া কামার পাড়ার মোজদার আলীর ছেলে শিহাব আলী (২১)।
হাটি কুমরুল হাইওয়ে থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে দবিরগঞ্জ এলাকায় মহাসড়ক দিয়ে অবৈধ ভাবে মাটি কেটে খোলা ট্রাকে ওভারলোড করে চলাচল করে মাটি ফেলে মহাসড়ক পিচ্ছিল করে ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই মাটি বোঝাই গাড়িসহ ড্রাইভার দের আটক করে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা মহোদয় উপস্থিত দু’জন চালককে ১লক্ষ টাকা জরিমানা এবং বাকি দু’জন চালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।



















