ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ১ জন চোরাকারবারিকে আটক করেছে।
১৪ ডিসেম্বর ০৪৪০ ঘটিকায় বস্তাবর বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী আত্রাই নদীর এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল এবং বাংলাদেশী নগদ-১৪০০/-টাকাসহ ০১ জন চোরাকারবারী মোঃ আব্দুল মোমিন(৩১), পিতা-ওবায়দুর রহমান, গ্রাম-চকগোবিন্দ, পোষ্ট-চকমলি, থানা-পত্নীতলা এবং জেলা-নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে (যাহার মামলা নং-১৩, তারিখ-১৪ ডিসেম্বর ২০২৫)।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।



















