১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জে মানবাধিকার দিবস পালিত

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১১, ২০২৫ ৪:১৯ পূর্বাহ্ণ

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহ কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ হামিদুজ্জামান জলিলের সভাপতিত্বে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে মানবাধিকার দিবস পালিত হয়।প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এ দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ The Universal Declaration of Human Rights (UDHR) গৃহীত করে, যা ৩০টি অনুচ্ছেদের মাধ্যমে মানুষের মৌলিক অধিকারসমূহ সুরক্ষার ঘোষণা দেয়। আজ ৭৭ বছরব ধরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্বজুড়ে উল্লেখ জনকভাবে বিদ্যমান। ধর্মীয় দৃষ্টিতে মানবাধিকার কোনো নতুন ধারণা নয়; বরং প্রাচীন ধর্মগ্রন্থগুলোতেই মানুষের মর্যাদা, স্বাধীনতা, ন্যায়বিচার ও সাম্যের শক্ত ভিত্তি স্থাপিত হয়েছে।
ইসলাম মানুষের মর্যাদাকে সর্বোচ্চ স্থান দিয়েছে।
আল-কুরআনে বলা হয়েছে:
নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি।(সূরা ইসরা ১৭:৭০)
ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই।” (সূরা বাকারা ২:২৫৬)
একজন নিরপরাধ মানুষকে হত্যা করা সমগ্র মানবজাতিকে হত্যা করার সমতুল্য।(সূরা মায়েদা ৫:৩২)
ন্যায়বিচার করো, যদিও তা তোমাদের নিজেদের কিংবা আত্মীয়দের বিরুদ্ধে যায়। (সূরা নিসা ৪:১৩৫)
হজরত মুহাম্মদ ﷺ বিদায় হজের ভাষণে মানবাধিকারের ঐতিহাসিক ঘোষণা প্রদান করেন, যেখানে তিনি জীবন ও সম্পদের নিরাপত্তা,
নারীর অধিকার,
শ্রমিকের ন্যায্য মজুরি,
বর্ণভেদের উচ্ছেদ-
এসব মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেন। এটি আধুনিক UDHR-এর আগেই এক সর্বজনীন মানবাধিকার চার্টার হিসেবে বিবেচিত।
বাইবেলে মানবতার প্রতি সম্মান ও প্রেমকে সর্বোচ্চ মূল্য হিসেবে বর্ণনা করা হয়েছে।
তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। (Matthew 22:39)
মানবিক সহমর্মিতা, করুণা ও দুর্বলদের সুরক্ষা খ্রিষ্টধর্মের নৈতিক শিক্ষার মূল কেন্দ্রবিন্দু।
বেদের মন্ত্রে মানুষের মধ্যে ঐক্য, সাম্য ও পারস্পরিক শ্রদ্ধার কথা বলা হয়েছে।
সর্বজনের কল্যাণ হোক। (সর্বে ভদ্রাণি পশ্যন্তু)
অহিংসা ও সততার পথ মানবিক অধিকারের মূল ভিত্তি হিসাবে বিবেচিত।
বুদ্ধের দৃষ্টি ছিল মানবমুক্তি ও সমতার উপর।
প্রাণীর প্রতি অহিংসা ও করুণা,মানুষের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার,
দুঃখ দূরীকরণের পথ।
এসবই মানবাধিকারমূলক ভাবধারার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
মানবাধিকারের আধুনিক প্রেক্ষাপট ও পরিসংখ্যান
আন্তর্জাতিক সংস্থা Amnesty International এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩–২০২৪ সালে বিশ্বজুড়ে ৬০টিরও বেশি দেশে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনা ঘটেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে ১১ কোটির বেশি মানুষ যুদ্ধ ও সংঘাতে লিপ্ত।
UN Women এর তথ্য: বিশ্বে প্রতি ৩ জন নারীর মধ্যে ১ জন জীবদ্দশায় সহিংসতার শিকার হন।
UNICEF জানায়: প্রায় ১৫ কোটি শিশু শ্রমে নিযুক্ত—যা শিশু অধিকার লঙ্ঘনের বড় উদাহরণ।
এই পরিসংখ্যানগুলো প্রমাণ করে যে মানবাধিকার আজও কঠিন চ্যালেঞ্জের মুখে।যে কোনো ধর্ম মানুষের সম্মান, স্বাধীনতা, ন্যায়বিচার, করুণা ও সমঅধিকারের কথা বলে। ধর্মীয় অনুশাসন মানুষকে মানবতার দিকে আহ্বান করে, আর মানবাধিকার আইন সেই মানবতাকে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করে।
ধর্মীয় নৈতিকতা মানুষের আভ্যন্তরীণ বিবেককে জাগ্রত করে, আর মানবাধিকার আইন সেই বিবেককে সামাজিক ও রাষ্ট্রীয় সুরক্ষা প্রদান করে।
বাংলাদেশ সংবিধানের ২৭–৪৪ অনুচ্ছেদে মৌলিক মানবাধিকার নিশ্চিত করা হয়েছে।
সমতা,বাকস্বাধীনতা,ধর্মীয় স্বাধীনতা,ন্যায়বিচার,শিক্ষা।
এসবকে সংবিধান সুরক্ষা দিয়েছে।
ধর্মীয় মূল্যবোধ, সাংবিধানিক অঙ্গীকার ও আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার সমন্বয়ে বাংলাদেশ মানবাধিকার রক্ষায় ক্রমশ অগ্রসর হচ্ছে—যদিও বাস্তব চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে।
মানবাধিকার দিবস আমাদের মনে করিয়ে দেয়,
মানুষের সম্মানই মানবতার মূল ভিত্তি।
ধর্মের শিক্ষা, আন্তর্জাতিক আইন, সংবিধান—সবখানেই মানুষের মর্যাদা রক্ষার কথা বলা হয়েছে।
আমরা যদি ধর্মীয় নৈতিকতা ও মানবাধিকারবোধকে সমাজে প্রয়োগ করতে পারি, তাহলে একটি ন্যায়ভিত্তিক, শান্তিময় ও মানবিক বিশ্ব গড়ে তোলা সম্ভব।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক হত্যা ও গণমাধ্যম অফিসে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

কাল ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না: ফখরুল

প্রতীক তালিকায় শাপলা কলি, শাপলাই চায় এনসিপি

ফুলবাড়িতে ৪৯ বোতল ইস্কাফ সহ দুই মাদক কারবারি আটক- ৭১বার্তা

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদলের নেতা গ্রেপ্তার

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, অল্প সময়ে সিদ্ধান্ত- ৭১বার্তা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আন্তরিক, বললেন বাণিজ্যমন্ত্রী – ৭১বার্তা

মওলানা ভাসানী কলেজ কর্তৃক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান

পঞ্চগড়ে চায়ের নিলাম কেন্দ্রের উদ্বোধন, বদলাবে উত্তরের অর্থনীতি- ৭১বার্তা