তারিকুল ইসলাম তারিক, পীরগঞ্জ রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর পীরগঞ্জ উপজেলা শাখা, পীরগঞ্জ প্রেসক্লাব,উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ ও স্বে”ছাসেবী সংগঠনের নেত…বৃন্দ।
সকাল থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপ¯ি’তিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাঁরা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। দিবসটি উপলক্ষে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।



















