১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:০৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের ছাত্রনেতা জুয়েলকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:৪৩ পূর্বাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সরকারি কলেজে’র মেধাবী ছাত্র, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সংগ্রামী যুগ্ন আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জুলাই আন্দোলনের প্রথম সারির সাহসী ছাত্রনেতা মোঃ জুয়েল সেখের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ডিসেম্বর-২০২৫খ্রিঃ) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে- সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে চৌরাস্তায় রাস্তার পাশে এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে মোঃ জুয়েল সেখের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক প্রতিহিংসা বন্ধের দাবি জানান। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ রায়হান বিজয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মোঃ জুয়েল সেখ একজন মেধাবী ছাত্র ও নির্ভীক ছাত্রনেতা। জুলাই আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা সবার জানা। তাঁকে দমন করতেই পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও ছাত্ররাজনীতির জন্য হুমকি। তিনি অবিলম্বে জুয়েল সেখের মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, বলেন, এই গ্রেপ্তার শুধু একজন ছাত্রনেতার ওপর নয়, বরং ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। আমরা আইনি ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যাব।
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনাল আহমেদ ইদুল বলেন, মোঃ জুয়েল সেখ ছাত্রসমাজের অধিকার আদায়ে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে সম্মান ফিরিয়ে দিতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য মোছাঃ মনি, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী আরমিনা ইসলাম। এসময় মোঃ জুয়েল সেখের পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। তারা অভিযোগ করে বলেন, নির্দোষ হওয়া সত্ত্বেও জুয়েল সেখকে হয়রানি করা হচ্ছে। পরিবারটির দাবি, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
মানববন্ধনে এলাকাবাসী, শিক্ষার্থী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে বক্তারা একযোগে মোঃ জুয়েল সেখের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী কে বরণ করতে প্রস্তুত রংপুরবাসী, সর্বত্রে উৎসবের আমেজ

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার কমিটির তালিকা হস্তান্তর

কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য শতাধিক পরিবারকে ঢেউটিন,নগদ টাকা, শুকনো খাবার ও কম্বল বিতরণ

আদালতের অনুমতি ছাড়া খালেদার চিকিৎসা বিদেশে নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী- ৭১বার্তা

শ্রমআইন লঙ্ঘনের দায়ে রংপুরে ড.ইউনূসের বিরুদ্ধে মামলা- ৭১বার্তা

জামায়াতের কর্মসূচি পালন নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানি আজ

আনসার আল ইসলামের ৪ জঙ্গি গ্রেফতার – ৭১বার্তা

জগন্নাথপু‌রে কয়ছর এম আহমেদ এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার 

ঢাকায় হঠাৎ বাসে আগুন – ৭১বার্তা

২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ