স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ।
মানিকগঞ্জ সদর উপজেলাধীন মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি বিভাগ) মোঃ গোলাম ফারুকের নিজ উদ্যোগে মানিকগঞ্জ উপজেলা ভিত্তিক মেধা- বৃত্তি ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
২২শে ডিসেম্বর ২০২৫ ইং সোমবার সকাল ১০টায় মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ে নিজাম উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তিক বৃত্তি পরীক্ষার আয়োজন করেন মানিকগঞ্জ উপজেলাধীন চর মত্ত কৃষ্ণপুর ইউনিয়নের গোলাম ফারুক নিজাম উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক সিনিয়র শিক্ষক( ইংরেজি বিভাগ) মুক্তিযুদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ।
মেধা ভিত্তিক বৃত্তির আয়োজক মুক্তিযুদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নিজাম উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনিয়র শিক্ষক, মোঃ ফারুক বলেন মোট ২০টি স্কুল হইতে ৭৫ জন ছাত্র-ছাত্রীকে শুধুমাত্র অষ্টম শ্রেণী হইতে প্রথম,দ্বিতীয়,তৃতীয়, স্থান অধিকারীদের মেধা ভিত্তিক বৃত্তির আয়োজন আমি নিজ উদ্যোগে আয়োজন করেছি।
সেই সময়ের উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং মানিকগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রকাশ গুণ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কুদ্দুস মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আওলাদ হোসেনসহ আরো অনেকে।
উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন নিজাম উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ফারুকের সুযোগ্য সন্তান-মোহাম্মদ রাতুল হাসান। তিনি বলেন আগামীতে আমি আমার বাবার অবর্তমানে বাবার আদর্শ, আশা আকাঙ্ক্ষা, আমি মেধা-বৃত্তিক, বৃত্তি প্রচলন অব্যাহত রাখব ইনশাল্লাহ। উপস্থিত শিক্ষক মন্ডলী এবং বীর মুক্তিযোদ্ধারা পরীক্ষার হল পরিদর্শনকালে বলেন পরীক্ষা শান্তশিষ্ট ভাবে অনুষ্ঠিত হয়েছে আমরা খুবই মুগ্ধ আগামীতে এই ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।



















