মেহেদী হাসান শাহজাদপুর প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিস থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন বই সংগ্রহ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা।
উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে সকাল থেকেই শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত নতুন পাঠ্যবই গ্রহণ করে তারা দ্রুত বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেন। সংশ্লিষ্টরা জানান, নতুন বছর শুরু হওয়ার আগেই সকল শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়াই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় পাঠ্যবই পর্যায়ক্রমে সরবরাহ করা হচ্ছে। যাতে করে নতুন বছরের প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা নতুন বই নিয়ে পাঠদান শুরু করতে পারে।
শিক্ষক ও কর্মচারীরা মনে করেন, সময়মতো পাঠ্যবই বিতরণ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।


















